মূল্যবোধ ও মূলনীতি
আমাদের মূল্যবোধ ও মূলনীতি :
মানের প্রতিশ্রুতি : আমরা আমাদের পণ্যের সর্বোচ্চ মান ও গুণ নিশ্চিত করতে বদ্ধ পরিকর ।
আমরা আমাদের ভোক্তাদের নানাবিধ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানে অঙ্গিকারবদ্ধ । গুণগত মানের নীতি অনুযায়ী প্রতিদিন প্রতিটি কর্মেই এই মূল্যবোধ ও মূলনীতিগুলো প্রতিফলিত হয় ।
গ্রাহক সন্তুষ্টি : আমরা আমাদের রোগী এবং গ্রাহকদের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় চাহিদা পূরণে সর্বদাই অনুগত ও সচেষ্ট ।
আমাদের কর্মীরাই আমাদের ভরসা : আমরা আমাদের কর্মীদের দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি এবং বাজারে নেতৃত্ব অর্জনের যথাসাধ্য চেষ্টা করছি । প্রতিনিয়ত কর্মী প্রশিক্ষণ এবং কাজের অনুকূল পরিবেশ বজায় রাখার মাধ্যমে গুণগতমান অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।
জবাবদিহিতা : আমরা সবকিছুতেই স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দেই এবং নৈতিক গুণ ও মানকে
লালন করি । আমরা আমাদের নিজস্ব ক্রিয়াকলাপের জন্য জবাবদিহি এবং প্রতিষ্ঠানের খ্যাতি ও সন্তুষ্টি অর্জনে দায়বদ্ধ ।
সামাজিক প্রতিশ্রুতি : আমাদের প্রথম ও প্রধান কাজ হলো সেবা, সেবা ও সেবা । আমরা মানুষ ও অন্যান্য প্রাণীকে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ । আমরা আধুনিক চিকিৎসার পাশাপাশি ঐতিহ্যবাহী প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে জনমানব ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্য সেবায় দায়বদ্ধ । আমরা আমাদের দেশের দুর্দশাগ্রস্থ মানুষ এবং আমাদের দ্বারা পরিচালিত এতিমখানাগুলিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে পরিচালনা করি ও পরিবেশকে কোন ক্ষতি না করে টেকশই উন্নয়নের মাধ্যমে সেবা প্রদান করে থাকি ।